loader image

ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান

ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান

ণ-ত্ব বিধান
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দ আছে যেখানে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন ব্যবহারের কিছু নিয়ম আছে। তৎসম শব্দে ব্যবহৃত দন্ত্য-ন এবং মূর্ধন্য-ণ বাংলা ভাষায়
অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

প্রশ্ন: ণ-ত্ব বিধান কাকে বলে?

উত্তর: যে বিধি অনুসারে তৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় তাকে ণ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধান বলে।
 তৎসম শব্দে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী কয়েকটি নির্দিষ্ট স্থানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়।
 নিম্নে মূর্ধন্য-ণ ব্যবহারের কিছু নিয়ম প্রদত্ত হল:
১। ঋ, র, ষ, ক্ষ এর পরে দন্ত-ন থাকলে তা মূর্ধন্য-ণ’ হয়।
যেমন- তৃণ, মৃণাল, চূর্ণ, ¯ ^র্ণ, দূষণ, ভীষণ, ক্ষীণ, ক্ষণিক।
২। ট-বর্গীয় ধ্বনির (ট, ঠ, ড, ঢ, ণ) আগে দন্ত্য-ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সব সময় দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়।
যেমন- কাণ্ড, গণ্ড, প্রচণ্ড, বণ্টিত, অকুণ্ঠিত, ভুলুণ্ঠিত, ঘণ্টা, উৎকণ্ঠা।
৩। প্র, পরা, পরি, নির – এ চারটি উপসগের্ র পর দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়।
যেমন- প্রণয়, প্রণত, প্রণীত, প্রবণ, প্রবীণ, পরিণত, পরিণতি, নির্ণয়, নির্বাণ। আবার অপর, পরা, পূর্ব, প্র এই কয়টি পূর্বপদের পর অহ্ন যুক্ত হলে দন্ত্য ন এর জায়গায় মূর্ধন্য-ণ হয়। যেমন- পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ, অপর + অহ্ন = অপরাহ্ণ, পরা + অহ্ন = পরাহ è।
৪। ঋ, র, ষ এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ (ক, খ, গ, ঘ, ঙ), প-বগর্ (প, ফ, ব, ভ, ম) এবং (য় ব হ ং) বর্ণ গুলোর এক বা একাধিক বর্ণ থাকলে তার পরের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়।
যেমন- গ্রামীণ, কৃপণ, অর্পণ, চর্বণ, গ্রহণ, দ্রবণ, রামায়ণ, ব্রাহ্মণ। ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান

৫। বিদেশি শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়। যেমন- ইরান, কোরআন, ট্রেন, জার্মান, গ্রিন, ওয়েস্টার্ন, লন্ডন, সিমেন্ট, পেপসোডেন্ট, প্রিন্ট।
৬। বাংলা ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য ণ হয় না। যেমন – সরেন, মরেন, মারেন, ধরেন, করেন।
৭। সমাসবদ্ধ শব্দে দ্বিতীয় পদের ‘ন’ অপরিবর্তিত থাকে। যেমন- সবর্ নাম, রঘ ুনন্দন, বরানুগমন, দূর্নাম, দুর্নীতি, দুর্নিমিত্তি।

সমাস সত্তে¡ও কতক পদের ন’ – ণ’ হয়। যথা- অগ্রণী, উত্তরায়ণ, নারায়ণ, পূর্বাহ্ণ, অগ্রহায়ণ।

ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top