loader image

গুরুত্বপূর্ণ প্রশ্ন

গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে

ক. শব্দ খ. কারক
গ. পদ ঘ. ক্রিয়াপদ


২. বিশেষ্য পদ নয় কোনটি?
ক. হিমালয় খ. গীতাঞ্জলি
গ. স্বয়ং ঘ. পর্বত

সঠিক উত্তর: গ. স্বয়ং


৩. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?
ক. নাম বিশেষণ খ. ভাব বিশেষণ
গ. বিশেষ্য পদ ঘ. বিশেষণ

সঠিক উত্তর: ক. নাম বিশেষণ


৪. ‘এ মাটি সোনার বাড়া’- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা
হয়েছে?
ক. বিশেষণের অতিশায়ন
খ. রূপবাচক বিশেষ
গ. উপাদানবাচক বিশেষ্য
ঘ. বিধেয় বিশেষণ

সঠিক উত্তর: ক. বিশেষণের অতিশায়ন


৫. ‘লবণ’ শব্দের বিশেষণ

ক. লবণীয় খ. লবনাক্ত
গ. লবণাক্ত ঘ. লাবণ্য

সঠিক উত্তর: গ. লবণাক্ত


৬. ‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি? [৪৩তম বিসিএস]
ক. সত্যায়িত খ. প্রত্যায়িত
গ. সত্যায়ন ঘ. সংলগ্ন/সংলাগ

সঠিক উত্তর: ক. সত্যায়িত


৭. ‘অভিরাম’ শব্দের অর্থ কী? [৪০তম বিসিএস]
ক. বিরামহীন খ. বালিশ
গ. চলন ঘ. সুন্দর

সঠিক উত্তর: ঘ. সুন্দর


৮. ‘পদ’ বলতে কী বোঝায়? [২০তম বিসিএস]
ক. কবিতার চরণ খ. যে কোন শব্দ
গ. প্রত্যয়যুক্ত শব্দ বা ধাতু ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

সঠিক উত্তর: ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু


৯. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে- [১১তম বিসিএস]
ক. শব্দ খ. কারক
গ. পদ ঘ. ক্রিয়াপদ

সঠিক উত্তর: গ. পদ


১০. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত- [১৪তম বিসিএস]
ক. সমাজ খ. পানি
গ. মিছিল ঘ. নদী

সঠিক উত্তর: ঘ. নদী


১১. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি? [৩৫তম বিসিএস]
ক. নোনতা খ. লাবণ্য
গ. লবণাক্ত ঘ. ললিত

সঠিক উত্তর: গ. লবণাক্ত

১২. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।’ – এই বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ? [২৪তম বিসিএস]
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. বিশেষণের বিশেষণ

সঠিক উত্তর: ক. বিশেষ্য


১৩. ‘লাজ’ কোন্ ধরনের শব্দ? [২৪তম বিসিএস]
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. ক্রিয়া-বিশেষণ ঘ. বিশেষ্যের-বিশেষণ

সঠিক উত্তর: ক. বিশেষ্য


১৪. নিচের কোনটি বিশেষ্য পদ? [৩৬তম বিসিএস]
ক. জাত খ. গৈরিক
গ. উদ্ধত ঘ. গাম্ভীর্য

সঠিক উত্তর: ঘ. গাম্ভীর্য


১৫. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন: [১৫তম বিসিএস]
ক. ইচ্ছাময় খ. ঐচ্ছিক
গ. ইচ্ছুক ঘ. অনিচ্ছা

সঠিক উত্তর: খ. ঐচ্ছিক


১৬. ‘সবর্জন’-এর বিশেষণ কী? [১৪তম বিসিএস]
ক. বিশজন খ. সর্বজনীন
গ. বিশ্বজনীন ঘ. ঐশ্বরিক

সঠিক উত্তর: খ. সর্বজনীন


১৭. ‘এ মাটি সোনার বাড়া’- এখানে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? [২৭তম বিসিএস]
ক. উপাদানবাচক বিশেষণ খ. রূপবাচক বিশেষণ
গ. বিধেয় বিশেষণ ঘ. বিশেষণের অতিশায়ন

সঠিক উত্তর: ঘ. বিশেষণের অতিশায়ন


১৮. যে পদে বাক্যে ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়- [২৩তম বিসিএস]
ক. ক্রিয়াবাচক বিশেষ্য খ. ক্রিয়া বিশেষ্যজাত বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ ঘ. ক্রিয়া বিভক্তি

সঠিক উত্তর: গ. ক্রিয়া বিশেষণ


১৯. ‘এ যে আমাদের চেনা লোক।’ বাক্যে ‘চেনা’ কোন পদ? [৩৬তম বিসিএস]
ক. বিশেষ্য খ. অব্যয়
গ. ক্রিয়া ঘ. বিশেষণ

সঠিক উত্তর: ঘ. বিশেষণ


২০. কোন শব্দটি বিশেষ্য পদ? [১৪তম বিসিএস]
ক. জীবন খ. জীবনী
গ. জীবিকা ঘ. জীবাণু

সঠিক উত্তর: খ. জীবনী


২১. ‘তাঁর বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি’ – এটা কোন বাক্য? [১৮তম বিসিএস]
ক. যৌগিক বাক্য খ. সাধারণ বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. সরল বাক্য

সঠিক উত্তর: ক. যৌগিক বাক্য


২২. ‘তুমি এতক্ষণ কী করেছো?’ এই বাক্যে ‘কী’ কোন পদ? [২৪তম বিসিএস]
ক. বিশেষণ খ. অব্যয়
গ. সর্বনাম ঘ. ক্রিয়া

সঠিক উত্তর: গ. সর্বনাম


২৩. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ – এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ? [২০তম বিসিএস]
ক. অবস্থানবাচক শব্দ খ. বাক্যালঙ্কার শব্দ
গ. ধ্বনাত্মক শব্দ ঘ. দ্বিরুক্ত শব্দ

সঠিক উত্তর: গ. ধ্বনাত্মক শব্দ


২৪. ক্রিয়াপদ- [২১তম বিসিএস]
ক. সব সময় বাক্যে থাকবে
খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

সঠিক উত্তর:খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে


২৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [১৩তম বিসিএস]
ক. আমি ভাত খাচ্ছি খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো

সঠিক উত্তর: খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব


২৬. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? [১৮তম বিসিএস]
ক. শব্দ খ. বর্ণ
গ. ধ্বনি ঘ. চিহ্ন

সঠিক উত্তর: ক. শব্দ


২৭. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে’ – এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে? [২৪তম বিসিএস]
ক. না-বাচক খ. হ্যাঁ-বাচক
গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক

সঠিক উত্তর: গ. প্রশ্নবোধক


২৮. পদ প্রধানত কত প্রকার?
ক. পাঁচ খ. দুই
গ. তিন ঘ. চার

সঠিক উত্তর: খ. দুই


২৯. কোনো কিছুর নামকে বলে-
ক. বিশেষণ খ. বিশেষ্য
গ. অব্যয় ঘ. ক্রিয়া

সঠিক উত্তর: খ. বিশেষ্য


৩০. ‘ধন’ কোন শব্দ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. ক্রিয়া

সঠিক উত্তর: ক. বিশেষ্য


৩১. ‘অংশাংশি’ শব্দটি কোন পদের?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. ক ও গ ঘ. ক ও খ

সঠিক উত্তর: খ. বিশেষণ


৩২. বিশেষ্য কোনটি?
ক. আধুনিক খ. অধীত
গ. আর্থিক ঘ. অবসান

সঠিক উত্তর: খ. অধীত


৩৩. কোনগুলো বিশেষ্য পদের উদাহরণ?
ক. সবুজ মাঠ, কালো মেঘ
খ. টসটসে ফল, তকতকে মেঝে
গ. আমরা, তোমরা
ঘ. আরব সাগর, বিশ্বনবী

সঠিক উত্তর: ঘ. আরব সাগর, বিশ্বনবী


৩৪. শয়ন (শেয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কী বাচক বিশেষ্য?
ক. গুণবাচক খ. ভাববাচক
গ. দ্রব্যবাচক ঘ. সংখ্যাবাচক

সঠিক উত্তর: খ. ভাববাচক


৩৫. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
ক. সমাজ খ. পানি
গ. মিছিল ঘ. নদী

সঠিক উত্তর: ঘ. নদী


৩৬. কোনটি গুণবাচক বিশেষ্য?
ক. কিশোর খ. তারুণ্য
গ. রোগা ঘ. পাথুরে

সঠিক উত্তর: খ. তারুণ্য


৩৭. গুণবাচক বিশেষ্য কোনটি?
ক. বহর খ. মধুরতা
গ. সাহসী ঘ. দর্শন

সঠিক উত্তর: খ. মধুরতা


৩৮. নিচের কোনটি নামবাচক বিশেষ্য? গুরুত্বপূর্ণ প্রশ্ন
ক. হিমালয় খ. সততা
গ. সাগর ঘ. সমিতি

সঠিক উত্তর: ক. হিমালয়


৩৯. চাউল, চিনি, কাঠ এগুলো কী বাচক বিশেষ্য?
ক. বস্তুবাচক খ. ব্যক্তিবাচক
গ. সমষ্টিবাচক ঘ. জাতিবাচক

সঠিক উত্তর: ক. বস্তুবাচক


৪০. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?
ক. আন খ. আই
গ. আল ঘ. আও

সঠিক উত্তর: খ. আই

গুরুত্বপূর্ণ প্রশ্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top