loader image

Quiz Mcq Practice Bangla

Quiz Mcq Practice Bangla

১. উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিলেন?
ক সুকুমার সেন
খ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
গ পাণিনি
ঘ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২. ঘোষীভবনের উদাহরণ কোনটি?
ক শাক > শাগ
খ পুকুর > পুখুর
গ কাঠ > কাট
ঘ বাবু > বাপু

ক শাক > শাগ

Quiz Mcq Practice Bangla

৩. ফলাহার > ফলার হয়েছে, তাকে বলে—
ক অন্তর্হতি
খ ব্যঞ্জনচ্যুতি
গ ব্যঞ্জন বিকৃতি
ঘ বিষমীভবন

ক অন্তর্হতি

৪. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। ’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী—
ক আব্দুল লতিফ
খ আব্দুল করিম
গ লুৎফর রহমান
ঘ হাসান আলী

ক আব্দুল লতিফ

৫. ‘Phonology’’-এর বাংলা প্রতিশব্দ কী?
ক ভাষাতত্ত্ব
খ দর্শনতত্ত্ব
গ ভাষার ধ্বনিবিজ্ঞান
ঘ অর্থতত্ত¡

গ ভাষার ধ্বনিবিজ্ঞান

৬. মৌলিক ধ্বনি বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়?
ক ধ্বনি বিচার
খ অর্থ বিচার
গ বাক্য বিচার
ঘ শব্দ বিচার

ক ধ্বনি বিচার

৭. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। ’ মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
ক সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ মুহম্মদ শহীদুল্লাহ্
গ মুহম্মদ এনামুল হক
ঘ সুকুমার সেন

ঘ সুকুমার সেন

৮. পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তনকে বলে –
ক সম্প্রকর্ষ
খ পরাগত
গ স্বরসঙ্গতি
ঘ প্রগত

ঘ প্রগত

৯. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান > সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
ক অভিকর্ষ
খ বিপ্রকর্ষ
গ স্বরসঙ্গতি
ঘ অভিশ্রুতি

খ বিপ্রকর্ষ

১০. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি
ক বর্ণ
খ শব্দ
গ অক্ষর
ঘ ধ্বনি

ঘ ধ্বনি

১১. বাক্যের মৌলিক উপাদান কী?
ক বর্ণ
খ ভাব
গ ধ্বনি
ঘ শব্দ

ঘ শব্দ

১২. মুকুট > মুটুক কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক পরাগত
খ স্বরসঙ্গতি
গ সমীবভন
ঘ ধ্বনি বিপর্যয়

ঘ ধ্বনি বিপর্যয়
১৩. বাংলা ভাষায় উপভাষা কয়টি?
ক ৫টি
খ ৪টি
গ ৩টি
ঘ ২টি
ক ৫টি

১৪. গ্রাম > গেরাম – এখানে কোনটি ঘটেছে?
ক ব্যঞ্জন বিকৃতি
খ পরাগত
স্বরাগম
ঘ অসমীকরণ

গ স্বরাগম

১৫. সাধু ভাষার শব্দে ‘ঙ্গ’ এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহৃত হয়?
ক ং
খ ঙ
গ গ
ঘ ঞ

খ ঙ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top