Preloader
  • Follow Us On :
  • img
  • img
  • img
img

বাংলা প্রশ্ন (৪৭তম লিখিত)

বাংলা
বিষয় কোড: ০০২
নির্ধারিত সময়: ৪ ঘন্টা
পূর্ণমান: ২০০
শ্রাবণ


[ দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]


নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:                  ৬x৫ = ৩০
(ক) শব্দগুলো কোন উপায়ে গঠিত লিখুন এবং গঠনরূপ ভেঙে দেখান:     
মায়াবী, বিশ্বাসযোগ্য, উদ্ধার, প্রত্যেক, জলবায়ু, মতলববাজ।


(খ) বাংলা বানানে শ, য, স ব্যবহারের রীতি উল্লেখ করুন।


গ) বাক্যে কী কী ধরনের ভুল হয়ে থাকে উদাহরণসহ লিখুন।


(ঘ) প্রবাদগুলো শুদ্ধ করে লিখুন:
i.  ওকে দিয়ে কোনো কাজই হবে না, ও একটা কলুর বলদ।
ii.  আমি জানতাম তার এই দুর্গতিই হবে, কথায় বলে না- আঙুল ফুলে কলাগাছ!
iii. এভাবে বসন্তের কোকিলের মতো ঘুরো না, সামনেই কিন্তু চূড়ান্ত পরীক্ষা।
iv. ছোট একটা তদন্তে হাত দিয়েছিলাম, এখন দেখছি সাপের পাঁচ পা বেরিয়ে গেল!
v. ওর এই বিনয় দেখে ভুলো না, জানোই তো ধরি মাছ না ছুঁই পানি।
vi. এমন সময়ে এই সংবাদ শুনব ভাবতেও পারছি না, ব্যাপারটা যত গর্জে তত বর্ষে না এর মতো।


(ঙ) বন্ধনীর নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর করুন:
i.  এই বাড়িতেই তিনি থাকতেন। (জটিল)
ii.  প্রশ্ন শুনে কিছু বলতে পারছিলাম না। (যৌগিক)
iii. তাড়াতাড়ি করতে গিয়ে ভুল কোরো না। (অস্তিবাচক)
iv. দাঁড়াও, নইলে বিপদে পড়বে। (সরল)
v.  অলস ব্যক্তিরাই ঘুমাতে পছন্দ করে। (নেতিবাচক)
vi. তিনি কোনোভাবেই এ কাজ করতে পারেন না। (প্রশ্নবাচক)


২.  ভাব-সম্প্রসারণ করুন:
ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।                         ২০

৩.  সারমর্ম লিখুন:                                                                   ২০
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার।

 লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত।

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।


তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুজিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

৪.  নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:                                                           ৫x৬=৩০
(ক) প্রাচীন বাংলা সাহিত্যে প্রতিফলিত সমাজচিত্র সম্পর্কে সংক্ষেপে লিখুন।
(খ) মধ্যযুগের বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকদের ভূমিকা উল্লেখ করুন।
(গ) উনিশ শতকে যেসব নতুন সাহিত্যধারার সূচনা হয়, সেগুলোর পরিচয় দিন।
(ঘ) লোকসাহিত্যের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য আলোচনা করুন।
(ঙ) সৈয়দ ওয়ালীউল্লাহর নাট্যকৃতি সম্পর্কে লিখুন।


৫.  বাংলায় অনুবাদ করুন:                                            ১৫
The prevention of violence against women and children is a shared responsibility of families, communities and governments. Education and awareness programmes can play a vital role in changing harmful attitudes and behaviours. Strict enforcement of laws, along with quick and fair trial is necessary to ensure justice for victims. At the same time, providing safe shelters, counselling services and economic opportunities can empower women and protect children from exploitation.


৬. বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে দুজন শিক্ষকের মধ্যে কাল্পনিক সংলাপ তৈরি করুন।                               ১৫


৭. জুলাই গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেয়ালে যেসব গ্রাফিতি ও ছবি আঁকা হয়েছে, সেগুলো ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখুন।                                        ১৫


৮.  আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের ওপর গ্রন্থ-সমালোচনা লিখন।                    ১৫


৯. রচনা লিখুন:                            ৪০
আধুনিক বাংলা সাহিত্যে তারুণ্য