Science-01By wpprq / January 3, 2026 Science-01Duration: 20 minutesMark per Correct: 1Negative per Wrong: 0.25Total Marks: 30Pass Mark: 15Click to startExam Start: প্রথমে আপনার নাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল নম্বর দিন, তারপর Start Exam চাপুন। Your Name: Exam Name: Your Mobile: Start ExamClose Review Time Left: 1. ড্রাইসেল ব্যাটারির তড়িৎচ্চালক বল কত? ক) ১.৫ ভোল্ট খ) ১.১ ভোল্ট গ) ২ ভোল্ট ঘ) ৫ ভোল্ট 2. কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক) ক্লোরোপিকরিন খ) ফসজিন গ্যাস গ) নাইট্রোজেন গ্যাস ঘ) মিথেন 3. মোবাইল কমিউনিকেশনে ৪এ এর ক্ষেত্রে ৩এ এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী? ক) ভয়েস টেলিফোন খ) ভিডিও কল গ) মোবাইল টিভি ঘ) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা 4. কোনো বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়? ক) সেকেন্ড খ) হার্টস্ গ) মিটার ঘ) মিটার/সেঃ 5. চাঁদে কোন শব্দ করলে শোনা যাবে না কেন? ক) চাঁদে কোন জীবন নেই তাই খ) চাঁদে কোন পানি নেই তাই গ) চাঁদে বায়ুমন্ডল নেই তাই ঘ) চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই 6. প্রিজমে পতিত আলো সাধারণত- ক) প্রতিফলিত হয় খ) বিকরিত হয় না গ) বিকরিত হয় ঘ) প্রতিসরিত হয় 7. নভোচারীরা আকাশের যে রং দেখতে পায় তা হলো— ক) নীল খ) সবুজ গ) হলুদ ঘ) কালো 8. ক খ গ ঘ 9. পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায়- ক) ব্লিচিং পাউডার মিশিয়ে খ) ফিটকিরি দ্বারা থিতিয়ে গ) অঙ্গার ও বালি স্তরের মধ্য দিয়ে ঘ) পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে 10. মানুষের চোখের মধ্যকার লেন্সের আকৃতি- ক) উত্তল খ) অবতল গ) দ্বি-উত্তল/উভোত্তল ঘ) দ্বি-অবতল 11. চুম্বকের আকর্ষণ কোন অংশে সবচেয়ে বেশি? ক) দুই মেরুতে খ) মধ্যভাগে গ) চারপাশে ঘ) উভয় প্রান্তে হতে কিছুটা ভিতরে 12. গান মেটাল— ক) ৭০%-৮০% তামা এবং বাকিটা টিন খ) ৮৫%-৯২% তামা ও বাকি টিনের সাথে অল্প পরিমাণ সীসা ও নিকেল গ) ৭০% তামা ও ৩০% দস্তা ঘ) ৯০% তামা এবং ১০% টিন 13. ক খ গ ঘ 14. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়, কারণ এতে- ক) তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয় খ) তড়িৎ অতি দ্রæত গন্তব্যে পৌঁছায় গ) প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে ঘ) প্রেরক তারের বোধ কম থাকে 15. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হলো— ক) ব্যারোমিটার খ) ম্যানোমিটার গ) হাইগ্রোমিটার ঘ) ক্রনোমিটার 16. বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? ক) ভেলাটোমিটার খ) অ্যাভোমিটার গ) ব্যারোমিটার ঘ) হাইগ্রোমিটার 17. কমুটেটর থাকে- ক) ডিসি জেনারেটরে খ) এসি জেনারেটরে গ) ট্রান্সফর্মারে ঘ) সিনক্রোনাস মোটরে 18. নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? ক) RAM খ) Hard Disk গ) Pen drive ঘ) কোনোটিই নয় 19. একটি বাল্বে 60W–220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (ঙযস)? ক) ১৬.৩৬ খ) ১৬০ গ) ২৮০ ঘ) ৮০৬.৬৭ 20. প্রাণী দেহের দীর্ঘতম কোষটির নাম- ক) RBC খ) নিউরন গ) গবলেট ঘ) WBC 21. সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? ক) ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকার কারণে খ) ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে গ) বেশি পরিমাণে ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে ঘ) ক ও খ উভয়ই 22. মানুষের অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি? ক) এলানিন খ) টাইরোসিস গ) সিসটিন ঘ) ফিনাইল এলানিন 23. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়? ক) ভিটামিন বি২ খ) ভিটামিন বি৯ গ) ভিটামিন বি৬ ঘ) ভিটামিন সি 24. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে- ক) DNA খ) RNA গ) নিউক্লিওলাস ঘ) সেন্ট্রোমিয়ার 25. চকোরিয়া সুন্দরবনের উদ্ভিদ নয়–– ক) বাইন খ) গোলপাতা গ) গরান ঘ) গর্জন 26. ধানের বাদামি রোগ হয় – ক) ছত্রাক দ্বারা খ) ভাইরাস দ্বারা গ) ব্যাকটেরিয়া দ্বারা ঘ) ব্যাকটেরিওফাজ দ্বারা 27. কোনটি থেকে পাটের সোনালি আঁশ পাওয়া যায়- ক) জাইলেম তন্তু খ) ফ্লোয়েম তন্তু গ) কোলেনকাইমা ঘ) স্কেরেনকাইমা 28. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ক) অগ্ন্যাশয় হতে খ) প্যানক্রিয়াস হতে গ) লিভার হতে ঘ) ক + খ 29. রক্তে Platelet এর কাজ কী? ক) O2 পরিবহন খ) সংক্রমন প্রতিরোধ গ) রক্ত জমাট বাধতে সাহায্য করা ঘ) রক্তের PH এর পরিমাণ নির্ধারণ করা 30. মৌমাছিতে কোন এসিড থাকে? ক) টারটরিক এসিড খ) ফরমিক এসিড গ) ইরেসিক এসিড ঘ) লিনোলিক এসিড Submit Exam × Download Result Go to Dashboard Review Answers Retake Exam