Model

0

Mathematics

Math-4

1 / 20

প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?

2 / 20

একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?

3 / 20

১০% লবণযুক্ত ১২ লিটারের একটি দ্রবণ থেকে ২ লিটার পানি বাষ্পীভ‚ত করা হল। অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে?

4 / 20

একটি ছাগল ৯৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?

5 / 20

২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?

6 / 20

সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

7 / 20

বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হয়?

8 / 20

প্রতিটি ৩,৬০০ টাকা করে দুটি টেবিল বিক্রয় করা হলো। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সর্বমোট কত লাভ বা ক্ষতি হয়েছে?

9 / 20

বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদ-আসলে ১২২৫ টাকা হবে?

10 / 20

টাকায় ১২টি লেবু বিক্রয় করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে?

11 / 20

একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয়মূল্য কত?

12 / 20

চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?

13 / 20

একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হল। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

14 / 20

x টাকার x% সরল সুদে ৪ বছরের সুদx টাকা হলে x = ?

15 / 20

একটি বাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৩৪ অংশের সমান। বাড়িটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি—

16 / 20

৮,৮৮৮ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদ-আসলে ১৭,৭৭৬ টাকা হবে?

17 / 20

শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকায় ২ বছর ৬ মাসের সুদ কত?

18 / 20

সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল, তার মূলধন কত?

19 / 20

বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?

20 / 20

৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ৪০% লাভ হবে?

Your score is

Scroll to Top