আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি
প্যারিস চুক্তি – ১৯৭৩
● স্বাক্ষরিত হয় → ১৯৭৩ সালের ৬ সেপ্টেম্বর।
● স্বাক্ষর করে → যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।
● উদ্দেশ্য → মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা।
● ফলাফল → আনুষ্ঠানিক ভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি।
ভার্সাই কী?
ফ্রান্সের সাবেক রাজধানী ভার্সাই এবং বর্তমান রাজধানী প্যারিসের উপকণ্ঠে।
প্রথম ভার্সাই চুক্তি ১৭৮৩
● স্বাক্ষরিত হয় → ১৭৮৩ সালে হল অফ মিররস্ প্রাসাদে।
● স্বাক্ষর করে → ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
● ফলাফল → মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা।
● অপর নাম → মার্কিন স্বাধীনতা যুদ্ধ চুক্তি।
দ্বিতীয় ভার্সাই চুক্তি “১৯১৯”
● স্বাক্ষরিত হয় → ২৮ জুন ১৯১৯।
● স্বাক্ষর করে → প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানি।
● উদ্দেশ্য → জার্মানিকে যুদ্ধদায়ী হিসেবে চিহ্নিত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান বাধ্যকরন।
● ফলাফল → জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
চুক্তি:
● প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি (ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সার্বিয়া ও অন্যান্য মিত্র রাষ্ট্র)
আটলান্টিক সনদ চুক্তি ১৯৪১
● স্বাক্ষরিত হয় → ১৪ আগস্ট ১৯৪১।
● স্বাক্ষর করে → যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
● মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন → প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
● ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন → প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
● উদ্দেশ্য → দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা।
● স্বাক্ষরিত হয় → “আটলান্টিক মহাসাগরে” ব্রিটিশ রণতরী ‘প্রিন্স অব ওয়েলস’ নামক জাহাজে।
মানবাধিকার চুক্তি ১৯৪৮
● স্বাক্ষরিত হয় → ৩০ ডিসেম্বর ১৯৪৮।
● স্থান → জাতিসংঘের সদর দপ্তর।
● স্বাক্ষর করে → জাতিসংঘ।
● উদ্দেশ্য → মানব জাতির প্রতিটি মানুষের সমান অধিকার রক্ষা করা।
● খসড়া প্রস্তুত করেন → নোবেল বিজয়ী এলেন রুজভেল্ট।
চিরকূট :
● খসড়া → কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে ঐ বিষয় সম্পর্কে সাধারণ খসড়া বা আদর্শ ধারণাকে খসড়া বলা হয়।
জেনেভা কনভেনশন ১৯৪৯
● স্বাক্ষরিত হয় → ১৯৪৯ সালের ১২ আগস্ট, সুইজারল্যান্ডের জেনেভায়।
● বিষয়বস্তু → যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধি।
জেনেভা কনভেনশন →
৫৮ টি দেশের মধ্যে যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধির উপর ৪ টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিকে জেনেভা কনভেনশন নামে আখ্যায়িত করা হয়। যথা:
● ক. প্রথম কনভেনশন → ১৮৬৪ সালে।
● খ. দ্বিতীয় কনভেনশন → ১৯০৬ সালে।
● গ. তৃতীয় কনভেনশন → ১৯২৯ সালে।
● ঘ. চতুর্থ কনভেনশন → ১৯৪৯ সালে।
জেনেভা কনভেনশনের লক্ষ্য উদ্দেশ্য :
● যুদ্ধবন্দীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত।
● যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসা ও সাহায্য প্রদান।
● ক্ষতিগ্রস্ত দেশ সমূহের ক্ষতিপূরণ দান ও আর্থিক ব্যবস্থা করা।
● যুদ্ধাপরাধীদের বিচার করা ইত্যাদি।
তাশখন্দ চুক্তি ১৯৬৬
● পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয় → ১৯৬৫ সালে।
● এ যুদ্ধের অবসান হয় → তাশখন্দ চুক্তির মাধ্যমে।
● চুক্তি স্বাক্ষরিত হয় → ১০ জানুয়ারি ১৯৬৬।
● তাশখন্দ হলো → উজবেকিস্তানের রাজধানী।
● উদ্দেশ্য → কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠা।
● মধ্যস্থতাকারী দেশ → সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া।
আউটার স্পেস চুক্তি ১৯৬৭
● Outer Space Treaty হলো → মহাকাশ ও পৃথিবীর নিচে অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
● স্বাক্ষরিত হয় → ২৭ জানুয়ারি ১৯৬৭।
● কার্যকর হয় → ১০ অক্টোবর ১৯৬৭।
● চুক্তিতে স্বাক্ষর করে → ১১ টি দেশ।
● অনুমোদন করেছে → ২৬ টি দেশ।
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) ১৯৬৮
● NPT → Nuclear Non-Proliferation Treaty.
● জাতিসংঘে অনুমোদিত হয় → ১২ জুন ১৯৬৮।
● NPT কার্যকর হয় → ৫ মার্চ ১৯৭০।
● স্বাক্ষরকারী দেশ → ১৯০ টি।
● স্বাক্ষর করেন → ইরান, ভারত, পাকিস্তান।
● প্রত্যাখ্যানকারী দেশ → উত্তর কোরিয়া (২০০৩ সালে)।
● উদ্দেশ্য → পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ।
ভারত–সোভিয়েত মৈত্রী চুক্তি ১৯৭১
● স্বাক্ষরিত হয় → ৯ আগস্ট ১৯৭১ সালে।
● স্থান → রাশিয়ার মস্কোতে।
● উদ্দেশ্য → ভারত ও সোভিয়েত ইউনিয়ন এই দুই দেশের মধ্যে মৈত্রী, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি।
● ফলাফল → ১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ভারতের সহযোগিতা দান।
সল্ট–১ (SALT-1) ১৯৭২
● SALT → Strategic Arms Limitation Talks.
● স্বাক্ষরিত হয় → ২ মে ১৯৭২ সালে।
● উদ্দেশ্য → পারমাণবিক অস্ত্রের সীমাবদ্ধতা।
● স্বাক্ষর করে → সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
শিমলা চুক্তি ১৯৭২
● স্বাক্ষরিত হয় → ২ জুলাই ১৯৭২।
● স্বাক্ষর করে → ভারত ও পাকিস্তান।
● স্থান → ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলা।
প্যারিস শান্তি চুক্তি ১৯৭৩
● স্বাক্ষরিত হয় → ১৯৭৩ সালে।
● স্বাক্ষর করে → ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র।
● স্থান → ফ্রান্সের রাজধানী প্যারিসে।
● উদ্দেশ্য → ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান ঘটানো।
● ফলাফল → ভিয়েতনাম যুদ্ধের অবসান।
ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮
● স্বাক্ষরিত হয় → ১৭ সেপ্টেম্বর ১৯৭৮।
● স্বাক্ষর করে → মিশর ও ইসরাইল।
● আনোয়ার সাদাত মেনাখেম বেগিন, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি
● উদ্দেশ্য → মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা নিশ্চিত।
● মধ্যস্থতাকারী → সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
● স্থান → যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে।
● ফলাফল → আনুষ্ঠানিকভাবে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয়।
● চুক্তির জন্য সাদাত ও বেগিন যৌথভাবে নোবেল পুরস্কার পান → ১৯৭৮ সালে।
● চিরকূট : ক্যাম্প ডেভিড কী?
● যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি
সল্ট–২ (SALT–2) চুক্তি ১৯৭৯
● স্বাক্ষরিত হয় → ১৮ জুন ১৯৭৯।
● উদ্দেশ্য → আন্তঃমহাদেশীয় অস্ত্র ২৪০০ এর মধ্যে এবং নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র ১৩২০ এর মধ্যে সীমিত রাখা।
● স্বাক্ষর করে → যুক্তরাষ্ট্রের জিমি কার্টার ও রাশিয়ার লিওনিদ ব্রেজনেভ।
● সল্ট–২ → মার্কিন সিনেটে অনুমোদন হয় নি।
জাতিসংঘ সমুদ্র আইন চুক্তি ১৯৮২
● স্বাক্ষরিত হয় → ২০ ডিসেম্বর ১৯৮২।
● কার্যকর হয় → ১৬ নভেম্বর ১৯৯৪।
● স্থান → মন্টেগো বে, জ্যামাইকা।
● বাংলাদেশ স্বাক্ষর করে → ২০০১ সালে।
লন্ডন চুক্তি ১৯৮৬
● লন্ডন চুক্তি → ইউরোপের কোষাগারগুলোতে, জল, স্থল ও আকাশপথে এক স্থানে কিংবা ভিন্ন ভিন্নভাবে
জাতীয় পরিসরে পদক্ষেপ নিয়ে ইউরোপ সন্ত্রাস করার একটি চুক্তি। স্বাক্ষরিত হয় → ১৯৮৫ সালের ১৪ জুন, লুক্সেমবার্গ শহরে।
● স্বাক্ষর করে → ৬ টি দেশ। (বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস)
● ভিসামুক্ত যাত্রা শুরু → ১৬ মার্চ ১৯৯৫।
স্টার্ট START চুক্তি ১৯৯১
● START → Strategic Arms Reduction Treaty.
● স্বাক্ষরিত হয় → ৩১ জুলাই ১৯৯১।
● স্বাক্ষর করে → সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
● কার্যকর হয় → ৫ ডিসেম্বর ১৯৯৪।
● মেয়াদ শেষ হয় → ৫ ডিসেম্বর ২০০১।
ম্যাসট্রিখট চুক্তি ১৯৯২
● স্বাক্ষরিত হয় → ৭ ফেব্রুয়ারি ১৯৯২।
● স্থান → নেদারল্যান্ডসের ম্যাসট্রিখট শহরে।
● উদ্দেশ্য → ইউরোপীয় অর্থব্যবস্থাকে সর্বোচ্চ বাজারে পরিণত করা এবং একক মুদ্রা ইউরো চালু করা।
● স্বাক্ষর করে → ২৮ টি ইউরোপীয় দেশ।
● কার্যকর হয় → ১ নভেম্বর ১৯৯৩।
● ফলাফল → অর্থে মুদ্রা ইউরো চালু।
● ইউরো মুদ্রা চালু হয় → ১ জানুয়ারি ১৯৯৯।
স্টার্ট (START) চুক্তি–২ ১৯৯৩
● স্বাক্ষরিত হয় → ৩ জানুয়ারি ১৯৯৩।
● স্বাক্ষর করে → রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
● স্থান → রাশিয়ার মস্কোতে।
● যুক্তরাষ্ট্র সিনেটে স্টার্ট–২ অনুমোদন করে→ ২৬ সেপ্টেম্বর ১৯৯৬।
ডেটন শান্তি চুক্তি ১৯৯৫
● স্বাক্ষরিত হয় → ১৪ ডিসেম্বর ১৯৯৫।
● স্থান → প্যারিস, ফ্রান্সে।
● স্বাক্ষরিত দেশ → বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া।
● উদ্দেশ্য → বসনিয়া যুদ্ধে অবসান ঘটানো।
● উদ্যোগ → সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
● ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় → ১৯৯৫ সালের
● ২১ নভেম্বর (স্বাক্ষর করে → সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন)। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি
সিটি বিটি চুক্তি ১৯৯৬
● CTBT → Comprehensive Nuclear Test-Ban Treaty.
● স্বাক্ষরিত হয় → ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
● চুক্তি উৎপাদন করে → অস্ট্রেলিয়া, ৩০ সেপ্টেম্বর ১৯৯৬।
● উদ্দেশ্য → নতুন করে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং আগের গুলো ধ্বংস করে সীমিত করা।
● জাতিসংঘের কত নং অধিবেশনে উৎপাদন করা হয় → ৫১ তম।
● চুক্তির বিরুদ্ধে ভোট দেয় → ভারত, নামিবিয়া ও ভুটান।
● বাংলাদেশ স্বাক্ষর করে → ২৪ অক্টোবর ১৯৯৬। (২২ তম দেশ হিসেবে)
● বাংলাদেশ চুক্তি অনুমোদন করে → ৮ মার্চ ২০০০। (২৮ তম দেশ)
● বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনুমোদনকারী→ প্রথম দেশ।
● স্বাক্ষর করেন → যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, রাশিয়া, ইরান এবং সিরিয়া প্রভৃতি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি ১৯৯৬
● স্বাক্ষরিত হয় → ১২ ডিসেম্বর ১৯৯৬।
● স্থান → নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে।
● স্বাক্ষর করে → বাংলাদেশ ও ভারত।
● ভারতের পক্ষে স্বাক্ষর করে → ভারতের সাবেক প্রধান মন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া।
● বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করে → সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
● উদ্দেশ্য → গঙ্গার পানির ন্যায্য হিস্যা বণ্টন।
● মেয়াদকাল → ৩০ বছর।
ক্যোটো প্রটোকল চুক্তি ১৯৯৭
● স্বাক্ষরিত হয় → ৬ ডিসেম্বর ১৯৯৭।
● উদ্দেশ্য → দূষণ মাত্রা হ্রাস, পরিবেশ–উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা।
● স্থান → কানাডার অটোয়া।
● কার্যকর হয় → ১ মার্চ ১৯৯৯।
● অপর নাম → অটোয়া চুক্তি।
● স্বাক্ষর করেন → রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন।
● স্বাক্ষরকারী প্রথম দেশ → কানাডা।
● বাংলাদেশ স্বাক্ষর করে → ১৯৯৮ সালের ৭ মে।
● বাংলাদেশ স্বাক্ষরকারী → ১২৬ তম দেশ।
বিয়াটো চুক্তি ১৯৯৭
● স্বাক্ষরিত হয় → ১১ ডিসেম্বর ১৯৯৭।
● উদ্দেশ্য → বিশ্বের পরিবেশ রক্ষা করার জন্য বিশ্ব উষ্ণতা রোধ করা।
● স্থান → জাপানের কিয়োটোতে।
● কার্যকর হয় → ২০০৫ সালে।
● স্বাক্ষরকারী দেশ → ১৯২ টি।
● যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছিল → ১২ নভেম্বর ১৯৯৮।
● যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে → ২০০১ সালে।
● বাংলাদেশ স্বাক্ষর করে → ২২ অক্টোবর ২০০২।
ভূমির বিনিময়ে শান্তি চুক্তি ১৯৯৮
● স্বাক্ষরিত হয় → ২৬ অক্টোবর ১৯৯৮।
● স্বাক্ষরকারী দেশ → ফিলিস্তিন ও ইসরাইল।
● স্বাক্ষর করে →
ফিলিস্তিন → ইয়াসির আরাফাত
ইসরাইল → বেঞ্জামিন নেতানিয়াহু
● মধ্যস্থতা করেন → তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি
