loader image

ভাষার অপপ্রয়োগ শুদ্ধ অশুদ্ধ

ভাষার অপপ্রয়োগ শুদ্ধ অশুদ্ধ

শব্দ প্রয়োগের নিয়ম জানা না থাকার কারণেই মূলত শব্দের অপপ্রয়োগ ঘটে।
শব্দ প্রয়োগের নিয়ম জানা থাকলে অপপ্রয়োগের হাত থেকে রেহাই পাওয়া যায়।
নিচে উদাহরণসহ শব্দের অপপ্রয়োগের কারণ ভুলে ধরা হলো :

অব — ‘অব’ শব্দের অর্থ ‘এখানে’ অর্থাৎ শব্দটি স্থান নির্দেশ করে। অনেকে ‘এই’ অর্থে অব ব্যবহার করে যা ভুল। যেমন ‘এই বিদ্যালয়’ অর্থে ‘অব বিদ্যালয়’ লেখা ভুল।

অজ্ঞতা — অজ্ঞতা শব্দের প্রকৃত অর্থ জ্ঞানশূন্যতা। অজ্ঞতা অর্থে শব্দটির প্রয়োগ ভুল।

অশ্রুজল — অশ্রু অর্থই চোখের জল। চোখের জল অর্থে ‘অশ্রুজল’ শব্দের ব্যবহার ভুল। অশ্রু শব্দটির ব্যবহারই যথেষ্ট।

অন্তরীণ — অন্তরীণ শব্দের অর্থ কারাগারের বাইরে বা গৃহে কাউকে আবদ্ধ রাখা। অনেকে অন্তরীণ লিখে থাকেন যা অশুদ্ধ।

আর্থিক — শব্দটির অর্থ অর্থ সংক্রান্ত। কলাকৌশল অর্থে আর্থিক শব্দটির ব্যবহার শুদ্ধ নয়।

আয়ত্তাধীন — আয়ত্ত শব্দের অর্থই অধীন। আয়ত্তের পর অধীন ব্যবহার বাহুল্য।

অপোগণ্ড — প্রকৃত অর্থ অপ্রাপ্তবয়স্ক বালক বা নাবালক। অকর্মণ্য, অলস অর্থে শব্দটির প্রয়োগ অশুদ্ধ।

অধীনস্থ — শুদ্ধ প্রয়োগ অধীন।

আকণ্ঠপর্যন্ত — আকণ্ঠ বলতে কণ্ঠ পর্যন্ত বুঝায়। পুনরায় পর্যন্ত শব্দের ব্যবহার এখানে বাহুল্য।

আন্তর্জাতিক — শব্দটির অর্থ জাতির অন্তর্গত বা জাতির অন্তর্বর্তী বিষয় সম্পর্কিত। বিভিন্ন জাতিসংক্রান্ত বা সার্বজনীন অর্থে শব্দটির প্রয়োগ অশুদ্ধ হলেও ব্যাপকভাবে প্রচলিত।

আশ্চর্য — মূল অর্থ বিস্ময়কর। বিবিধ অর্থে শব্দটির ব্যবহার প্রচলিত হলেও ভুল। শুদ্ধ রূপ আশ্চর্যচিত।

ইদানীংকালে — ইদানীং অর্থই বর্তমান কাল। তাই এর সঙ্গে কাল যোগ করা বাহুল্য।

উল্লিখিত — ‘উপরে লিখিত’ অর্থে অনেকে উল্লিখিত শব্দটি ব্যবহার করেন—যা ভুল। সঠিক শব্দটি হলো উল্লিখিত (উৎ + লিখিত)।

কর্তব্যপরায়ণ — মূল অর্থ কাজের ছুতা। কর্মমুখে অর্থে শব্দটির প্রয়োগ অশুদ্ধ।

কর্তৃপক্ষগণ — কর্তৃপক্ষ শব্দটি বহুবচনবাচক। অর্থ পরিচালকগণ, শাসকগণ। তাই কর্তৃপক্ষ শব্দটির সঙ্গে ‘গণ’ প্রয়োগ বাহুল্য ও অশুদ্ধ।

খাঁটি গরুর দুধ — কথাটি অর্থহীন। শুদ্ধরূপ গরুর খাঁটি দুধ।

কার্যকারী — কার্যকর অর্থই উপযোগী বা ফলদায়ক। ফলে ‘ঈ’কার যোগ বাহুল্য।

কুষ্ঠতা — কুষ্ঠ শব্দের অর্থ শারীরিক রোগ বা কুষ্ঠরোগে ভ্রষ্ট। তাই শব্দটির সঙ্গে ‘তা’ প্রত্যয় যোগ অশুদ্ধ।

জন্মবার্ষিকী — জন্মবার্ষিক শব্দই যথেষ্ট। অকারণ স্ত্রী বাচক ‘ঈ’ প্রত্যয় যোগ বহুল প্রচলিত হলেও অশুদ্ধ।

জাতীয়করণ/ রাষ্ট্রীয়করণ — শব্দটি ইংরেজি nationalization-এর বাংলা প্রতিশব্দ। জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ বলতে জাতি বা রাষ্ট্রের অন্তর্ভুক্তকরণ বুঝায়। রাষ্ট্রীয় বা সরকারি তত্ত্বাবধানে আনা বুঝায় না। তাই রাষ্ট্রীয়ত করা বা সরকারি করা ইত্যাদি শব্দের ব্যবহার বাঞ্ছনীয়।

তৎকালীন সময় — তৎকালীন অর্থ সেই সময়। তাই শব্দটির সঙ্গে নতুন করে ‘সময়’ শব্দের যোগ বাহুল্য।

ধূমপান নিষেধ — ইংরেজি ‘Smoking is prohibited’-এর বাংলা অনুবাদ হিসেবে কথাটির প্রয়োগ অশুদ্ধ। শুদ্ধ রূপ হবে :
ধূমপান করা নিষেধ অথবা ধূমপান নিষিদ্ধ।

পদক্ষেপ — অর্থ পদার্পণ বা পা ফেলা। ব্যবস্থ গ্রহণ অর্থে পদক্ষেপ শব্দটির প্রয়োগ প্রচলিত হলেও তা অশুদ্ধ।

পূর্বাহ্ন — পূর্বে বা আগে অর্থে শব্দটির প্রয়োগ ভুল। কারণ পূর্বাহ্ন অর্থ দিনের প্রথম ভাগ বা সকালবেলা।

প্রামাণ্য — শব্দটির অর্থ প্রমাণিকতা বা বিশ্বাসযোগ্য। এই বিশেষ্য শব্দটি প্রমাণসিদ্ধ, বিধানযোগ্য, প্রমাণিত বা প্রামাণিক অর্থে প্রয়োগ ভুল।

প্রেক্ষিত — অনেকে পরিপ্রেক্ষিত অর্থে ‘প্রেক্ষিত’ শব্দটি ব্যবহার করেন যা ভুল। ‘প্রেক্ষণ’ বিশেষ্যপদ থেকে ‘প্রেক্ষিত’ বিশেষণ পদটি গঠিত হয়েছে। প্রেক্ষণ অর্থ দৃষ্টি; প্রেক্ষিত অর্থ দৃষ্টিগোচর বা যা দেখা হয়েছে।

ফরাসীয় — ফরাসি শব্দের অর্থই ফরাসি দেশীয়। সুতরাং ফরাসি শব্দের সঙ্গে নতুন করে ‘য়’ প্রত্যয় যোগ করে ফরাসীয় শব্দের গঠন অশুদ্ধ।

ফলশ্রুতি — ফল বা পরিণাম অর্থে ‘ফলশ্রুতি’ শব্দটি বহুল ব্যবহৃত, ফলশ্রুতি শব্দের অর্থ পূণ্যকর্ম করলে যে ফল লাভ হয় তার শ্রবণ বা বিবরণ। সুতরাং ফল, ফলাফল, পরিণতি, পরিসমাপ্তি এসব অর্থে ফলশ্রুতি ব্যবহার করা ভুল।

বমালসুত্র — বমাল অর্থই মাদসহ বা মালসহেত। সেক্ষেত্রে বমাল শব্দের শেষে সুত্র শব্দাংশটির যোগ অশুদ্ধ ও বাহুল্য।

ব্যক্তিত্ব — ব্যক্তি শব্দটি কর্তাবাচক ও ব্যক্তিত্ব শব্দটি কর্মবাচক পদ। উভয়ই বিশেষ্য হলেও ব্যক্তি অর্থে ব্যক্তিত্ব শব্দটির প্রয়োগ অশুদ্ধ। ব্যক্তি হচ্ছে (person) কিন্তু, ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির রূপ বা personality।

বৈদেশী/ বিদেশী — বিদেশ শব্দটির অর্থ দেশশূন্য বা অন্তরীয়। বিদেশ হচ্ছে বিশেষ্য। কিন্তু ‘ী’ প্রত্যয় যোগ করে পুনরায় বিশেষণ করা হলে হয় বৈদেশী। প্রচলিত হলেও বিদেশী শব্দটি অশুদ্ধ। এই বৈদেশী শব্দটির প্রয়োগও ভুল।

ভাষাভাষী — ভাষী শব্দের অর্থ হচ্ছে ভাষা ব্যবহারকারী। তাই নতুন করে ভাষা শব্দটির যোগ অশুদ্ধ।

শায়িত — শায়িত শব্দের অর্থ শয়ন করানো হয়েছে এমন। যিনি নিজে শয়ন আছেন তাকে শায়িত বলা হয়। তবে আছেন অর্থে শায়িত শব্দের প্রয়োগ প্রচলিত হলেও অশুদ্ধ।

সপরিবার/ সপরিবারে/ সপরিবারসহ — সপরিবার অর্থ নিজ পরিবার। সপরিবার শব্দটি বিশেষণ, অর্থ পরিবারসহ। আপনি সপরিবারে আমন্ত্রিত বাক্যটি তাই শুদ্ধ। সংস্কৃতে সপরিবার ক্রিয়া বিশেষণরূপে ব্যবহৃত হয়। কিন্তু বাংলায় ক্রিয়া বিশেষণরূপে সপরিবারে ব্যাকরণসম্মত না হলেও প্রচলিত। যেমন— ‘আপনি সপরিবারে আসবেন’। অনুরূপ শব্দ সবাবর, সবাবরে। একটি পরিবার অর্থে পরিবারবর্গ শব্দটির প্রয়োগ অশুদ্ধ।

সমৃদ্ধশালী/ সম্পদশালী — সমৃদ্ধ শব্দের অর্থ সম্পদশালী বা প্রাচুর্যযুক্ত। ‘শালী’ শব্দাংশটি যোগ করে বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করা অর্থহীন ও অশুদ্ধ। সম্পদ বা সমৃদ্ধির সঙ্গে ‘শালী’ যোগ করে বিশেষণ করা যায়। তবে সম্পদশালীর সঙ্গে স্ত্রীবাচক ‘ইনী’ প্রত্যয় যোগ করে ‘সম্পদশালিনী’ শব্দের গঠন ব্যাকরণসম্মত নয়। ‘সমৃদ্ধশালিনী’ শব্দটিও এ জাতীয় ভুলের অন্তর্ভুক্ত।

উদ্দেশ্য/ উদ্দেশ্য — উদ্দেশ্য শব্দটির অর্থ হচ্ছে : ইচ্ছা, খোঁজ, লক্ষ্য। আর উদ্দেশ্য বলতে বুঝায় অভিপ্রায় বা মতলব, তাত্পর্য, প্রয়োজন। তাই শব্দ দুটি ব্যবহারের সময় সতর্ক থাকা প্রয়োজন।

উল্লিখিত — শব্দটি গঠিত হয়েছে এভাবে : উ + লিখিত = উল্লিখিত। ‘উ’ মানে উপরে বা পূর্বে, আর লিখিত মানে যা লেখা হয়েছে। তাহলে উল্লিখিত শব্দটির অর্থ হচ্ছে : উপরে।

জন্মজয়ন্তী — জয়ন্তী শব্দের মাঝেই রয়েছে জন্ম প্রসঙ্গ। সুতরাং জয়ন্তীর পূর্বে জন্ম শব্দের ব্যবহার অশুদ্ধ।

শুদ্ধ ও অশুদ্ধ

অশুদ্ধ — জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য করেন।
শুদ্ধ — জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য করেন।

অশুদ্ধ — তেজস্ক্রিয় বস্তু সমূহ ইউরোপকে ছাড়িয়ে ফেলল।
শুদ্ধ — তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছেয়ে ফেলল।

অশুদ্ধ — নদীর জল হ্রাসমান হয়েছে।
শুদ্ধ — নদীর জল হ্রাস পেয়েছে।

অশুদ্ধ — পরবর্তীতে আপনি আসবেন।
শুদ্ধ — পরবর্তীকালে আপনি আসবেন।

অশুদ্ধ — পাঁচ সদস্যবিশিষ্ট সৌদি আরবের শিক্ষা মিশন ঢাকা সফরে এসেছে।
শুদ্ধ — সৌদি আরবের পাঁচ সদস্যবিশিষ্ট শিক্ষা মিশন ঢাকা সফরে এসেছে।

অশুদ্ধ — মন্ত্রিপরিষদের অনুষ্ঠানে বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
শুদ্ধ — মন্ত্রিপরিষদের চলতি বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

অশুদ্ধ — রৈবিক গল্পের উপজীব্যতা বহুমুখী বিষয়।
শুদ্ধ — রবীন্দ্রিক গল্পের উপজীব্য বহুমুখী বিষয়।

অশুদ্ধ — সে সমস্ত কথা বিস্তারিত বলল।
শুদ্ধ — সে সমস্ত কথা বিস্তারিতভাবে বলল।

অশুদ্ধ — সেই মিছিলে অনেক ছাত্রগণ এসেছিল।
শুদ্ধ — সেই মিছিলে অনেক ছাত্র এসেছিল।

অশুদ্ধ — এটা সর্বজনবিদিত যে, আমাদের দেশের শতকরা ১৮ জন সরকারি কর্মচারিকে ঘুম থেকে ওঠার পরই নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনার দিকে লক্ষ্য দিতে হয় এবং তাদের বাজারে যাইতে হয়।
শুদ্ধ — এটা সর্বজনবিদিত যে, আমাদের দেশের শতকরা ১৮ জন সরকারি কর্মচারিকে ঘুম থেকে ওঠার পরই নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনা তদারক করতে হয় এবং তাদের বাজারে যেতে হয়।

অশুদ্ধ — জনাব নূরুল আমীনের চাপের ফলে প্রস্তাবটিকে ১৯ জুলাই তারিখের অধিবেশনে অধ্যবসায়ের দানের সিদ্ধান্ত করা হয়।
শুদ্ধ — জনাব নূরুল আমীনের চাপের ফলে প্রস্তাবটিকে আগামী ১৯শে জুলাই তারিখের অধিবেশনে অধ্যবসায়ের দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অশুদ্ধ — হা-আন চাষী-মজুর কল-কিনারা পাচ্ছে না। স্ত্রী-পুত্র নিয়ে বাঁচবে কিভাবে — ৭২ ঘটনার একটানা বর্ণনা আর ঘূর্ণিঝড় পানির চাপে মাঠের ফসল নষ্ট

অশুদ্ধ — হা-অন চাষী-মজুর কুল-কিনারা পাচ্ছে না। স্ত্রী-পুত্র নিয়ে বাঁচবে কিভাবে
— ৭২ ঘন্টার একটানা বর্ণনা আর যমুনায় পানির চাপে মাঠের ফসল নষ্ট হয় নাই— নষ্ট হইয়াছে লক্ষ লক্ষ মানুষের জীবন ধারণের জন্য।

শুদ্ধ — হা-অনকারী চাষী-মজুর কুল-কিনারা পাচ্ছে না। স্ত্রী-পুত্র নিয়ে বাঁচবে কিভাবে? ৭২ ঘন্টার একটানা বর্ণনা আর যমুনার পানির স্রোতে মাঠের ফসল শুধু নষ্ট হয় নাই— নষ্ট হইয়াছে লক্ষ লক্ষ মানুষের জীবন ধারণের অন্ন।

অশুদ্ধ — বিরোধী দলীয় সদস্য ড. অলীম আল রাজী অভিমত ব্যক্ত করেন যে, আংশিক কমিশন ভুলে দেওয়া উচিত।

শুদ্ধ — বিরোধীদলীয় সদস্য ড. অলীম আল রাজী আংশিক কমিশন তুলে দেওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

অশুদ্ধ — যে সমষ্ট ব্যবস্থার যে ন্যূনতম প্রয়োজন তাহাও করা হয় নাই।

শুদ্ধ — যে সমষ্ট ন্যূনতম ব্যবস্থার প্রয়োজন তাহাও করা হয় নাই। ভাষার অপপ্রয়োগ শুদ্ধ অশুদ্ধ

অশুদ্ধ — ছাত্রদের কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি বা মাসলম্যানের ভূমিকা নেওয়া উচিত নয়।

শুদ্ধ — কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা বা মাসলম্যানের ভূমিকা নেওয়া ছাত্রদের উচিত নয়।

অশুদ্ধ — স্পিকার আলোচনা না করে বিশেষ অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটিতে প্রেরণের কথা বললেন।

শুদ্ধ — স্পিকার আলোচনার পূর্বে বিষয়টি বিশেষ অধিকার সংক্রান্ত স্থায়ী কমিটিতে প্রেরণের কথা বললেন।

অশুদ্ধ — যাবু শিখুন। ভর্তি চলবে ১০-৮-২০ হইতে ১২-৮-২০।

শুদ্ধ — যাবু শিখুন। ভর্তি চলবে ১০-৮-২০ থেকে ১২-৮-২০। ভাষার অপপ্রয়োগ শুদ্ধ অশুদ্ধ

অশুদ্ধ — এসব তরুণ জাতীয় পার্টিতে যোগ দিতে এবং তার কর্মসূচী ও নীতির প্রতি সংহতি প্রকাশ করতে আসে।

শুদ্ধ — এসব তরুণ জাতীয় পার্টিতে যোগ দিতে এবং তার কর্মসূচী ও নীতির প্রতি সমর্থন/ আনুগত্য প্রকাশ করতে আসে।

অশুদ্ধ — তার আমেরিকায় ভর্তি সংক্রান্ত ব্যাপারে যাবতীয় সহযোগিতা করেছে— এডুকেশন এ্যাব্রোড।
শুদ্ধ — আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে তার ভর্তি সংক্রান্ত ব্যাপারে যাবতীয় সহযোগিতা করেছেন— এডুকেশন এ্যাব্রোড।

অশুদ্ধ — সৌদি আরব উপসাগরে জাহাজের উপর হামলা অব্যাহত রেখেছে।
শুদ্ধ — উপসাগরে জাহাজের উপর সৌদি আরব হামলা অব্যাহত রেখেছে।

অশুদ্ধ — বিশ্বকাপ ক্রিকেট আজ সকালে মিরপুরে পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।
শুদ্ধ — মিরপুরে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান আজ সকালে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।

অশুদ্ধ — এই নৌযান কোর জাহান বদরের পূর্বে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে যাওয়া হইছিল।
শুদ্ধ — এই নৌযানে জাহান বদরের পূর্বে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাওয়া হইছিল।

অশুদ্ধ — গত দুই দশকে রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইয়েফগেনি ইয়ফুতেনকো ধর্ম বিষয়ে রাশিয়ার লেখকদের লেখার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন।
শুদ্ধ — রাশিয়ার লেখকদের ধর্ম বিষয়ে লেখার অধিকার দাবির প্রতি গত দুই দশকের অন্যতম শ্রেষ্ঠ রাশিয়ান লেখক ইয়েফগেনি ইয়ফুতেনকো সমর্থন জানিয়েছেন।

অশুদ্ধ — তিনি বলেন, বর্তমান সরকারের কয়েকটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণের কারণে দেশের পোশাক শিল্প এখন শক্ত ভিতির উপর প্রতিষ্ঠিত।
শুদ্ধ — তিনি বলেন, বর্তমান সরকারের কয়েকটি ব্যবস্থা গ্রহণের ফলে দেশের তৈরী পোশাক শিল্প এখন শক্ত ভিতির উপর প্রতিষ্ঠিত।

অশুদ্ধ — স্বাস্থ্যমন্ত্রী উভয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের কুশল সম্পর্কে খোঁজখবর নেন।
শুদ্ধ — স্বাস্থ্যমন্ত্রী উভয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের কুশল জিজ্ঞাসা করেন।

অশুদ্ধ — অস্ট্রেলিয়া ফিজিতে সামরিক ক্ষমতা দখলের প্রতিবাদে সে দেশে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা প্রদান স্থগিত রেখেছে।
শুদ্ধ — ফিজিতে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে অস্ট্রেলিয়া সে দেশে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা প্রদান স্থগিত রেখেছে। ভাষার অপপ্রয়োগ শুদ্ধ অশুদ্ধ

অশুদ্ধ — এতদ্বারা বাংলাদেশ ‘পেপার মার্চেন্টস এসোসিয়েশন’-এর সকল সদস্যগণকে জানানো যাচ্ছে যে … … ।
শুদ্ধ — এতদ্বারা বাংলাদেশ ‘পেপার মার্চেন্টস এসোসিয়েশন’-এর সকল সদস্যকে জানানো যাচ্ছে যে … … ।

অশুদ্ধ — তিনি চান, তারা তাদের পছন্দমত পেশায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক।
শুদ্ধ — তিনি চান, তারা তাদের পছন্দমত পেশায় সফল হোক এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top