বিদেশে উচ্চশিক্ষা সহায়ক পরীক্ষা
বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পাড়ি জমাচ্ছেন। উচ্চশিক্ষার জন্য আবেদন করতে প্রয়োজন হয় কিছু পরীক্ষার সনদ। বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়ার দু-তিন বছর আগে থেকে উচ্চশিক্ষার সহায়ক পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত।
স্যাট:
স্যাটের পুরো নাম স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। বিষয়ভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা সনদ হিসেবে স্যাট স্কোর জমা দিতে হয়। উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পড়তে যাওয়ার জন্য যাঁদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র ও কানাডা, স্যাট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। ক্রিটিক্যাল রিডিং, গণিত ও ইংরেজি—এ তিন বিষয়ের ওপর ৩ ঘণ্টা ৪৫ মিনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি অংশে ৮০০ করে ২৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। স্যাট পরীক্ষায় সর্বনিম্ন স্কোর ৬০০ এবং সর্বোচ্চ ২৪০০।
স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি পেতে হলে সর্বনিম্ন ২০০০ স্কোর থাকা গুরুত্বপূর্ণ। অফিশিয়াল স্যাট স্টাডি গাইড, ব্যারন্স, প্রিন্সটন রিভিউ, কাপলান প্রভৃতি বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। এসব বই ঢাকার নীলক্ষেতে পাওয়া যায়।
তা ছাড়া আমেরিকান সেন্টারের রয়েছে স্যাট প্রস্তুতিমূলক বইয়ের চমৎকার সংগ্রহ। বাংলাদেশে পরীক্ষা দেওয়ার জন্য খরচ হবে ১২ হাজার টাকার মতো। তবে প্রায় সময় ফি হালনাগাদ করা হয়।
আইইএলটিএস: আইইএলটিএসের পুরো নাম ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আন্তর্জাতিকভাবে ইংরেজি ভাষায় দক্ষতা পরিমাপের জনপ্রিয় পরীক্ষা হলো আইইএলটিএস। ইংরেজিভাষী প্রায় সব দেশে আইইএলটিএস স্কোর গ্রহণ করে থাকে।
পরীক্ষায় ইংরেজি ভাষার চারটি দক্ষতা (লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং) যাচাই করা হয়। প্রতিটি সেকশনে ১ থেকে ৯-এর মধ্যে স্কোর করা হয়। আর চার সেকশনের স্কোর যোগ করে গড় করা হয়, যাকে ব্যান্ড স্কোর বলে। মাস্টার্স এবং পিএইচডির জন্য এই স্কোর সনদ প্রয়োজন হয়।
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ব্যান্ড স্কোর সর্বনিম্ন ৬.৫-এর প্রয়োজন হয়। বৃত্তি পাওয়ার জন্য ৭.৫ অথবা ৮ স্কোর থাকা গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপিতে (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) রেজিস্ট্রেশন করতে হবে। মূলত একাডেমিক ও জেনারেল ট্রেনিং (জিটি) এই ক্যাটাগরিতে পরীক্ষা দেওয়া যায়।
একাডেমিক কাজের জন্য একাডেমিক পরীক্ষা দিতে হবে। প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো কেমব্রিজ সিরিজের গাইড (৭-১৩)। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিনা মূল্যে প্রস্তুতি নেওয়া যায়। আইইএলটিএস পরীক্ষার সব তথ্য, প্রস্তুতি ও পরামর্শ ব্রিটিশ কাউন্সিলে পাওয়া যায়। আইইএলটিএস পরীক্ষার জন্য খরচ হবে প্রায় ২৩ হাজার টাকা। তবে ফি প্রায় সময় হালনাগাদ করা হয়।