বিদেশে উচ্চশিক্ষা সহায়ক পরীক্ষা

বিদেশে উচ্চশিক্ষা সহায়ক পরীক্ষা

বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পাড়ি জমাচ্ছেন। উচ্চশিক্ষার জন্য আবেদন করতে প্রয়োজন হয় কিছু পরীক্ষার সনদ। বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়ার দু-তিন বছর আগে থেকে উচ্চশিক্ষার সহায়ক পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত।

স্যাট:

স্যাটের পুরো নাম স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। বিষয়ভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা সনদ হিসেবে স্যাট স্কোর জমা দিতে হয়। উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পড়তে যাওয়ার জন্য যাঁদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র ও কানাডা, স্যাট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। ক্রিটিক্যাল রিডিং, গণিত ও ইংরেজি—এ তিন বিষয়ের ওপর ৩ ঘণ্টা ৪৫ মিনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি অংশে ৮০০ করে ২৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। স্যাট পরীক্ষায় সর্বনিম্ন স্কোর ৬০০ এবং সর্বোচ্চ ২৪০০।

চাকুরির পরীক্ষা দিন ফ্রি

স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি পেতে হলে সর্বনিম্ন ২০০০ স্কোর থাকা গুরুত্বপূর্ণ। অফিশিয়াল স্যাট স্টাডি গাইড, ব্যারন্স, প্রিন্সটন রিভিউ, কাপলান প্রভৃতি বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। এসব বই ঢাকার নীলক্ষেতে পাওয়া যায়।

তা ছাড়া আমেরিকান সেন্টারের রয়েছে স্যাট প্রস্তুতিমূলক বইয়ের চমৎকার সংগ্রহ। বাংলাদেশে পরীক্ষা দেওয়ার জন্য খরচ হবে ১২ হাজার টাকার মতো। তবে প্রায় সময় ফি হালনাগাদ করা হয়।

আইইএলটিএস: আইইএলটিএসের পুরো নাম ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আন্তর্জাতিকভাবে ইংরেজি ভাষায় দক্ষতা পরিমাপের জনপ্রিয় পরীক্ষা হলো আইইএলটিএস। ইংরেজিভাষী প্রায় সব দেশে আইইএলটিএস স্কোর গ্রহণ করে থাকে।

Free Exam For Job

পরীক্ষায় ইংরেজি ভাষার চারটি দক্ষতা (লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং) যাচাই করা হয়। প্রতিটি সেকশনে ১ থেকে ৯-এর মধ্যে স্কোর করা হয়। আর চার সেকশনের স্কোর যোগ করে গড় করা হয়, যাকে ব্যান্ড স্কোর বলে। মাস্টার্স এবং পিএইচডির জন্য এই স্কোর সনদ প্রয়োজন হয়।

অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ব্যান্ড স্কোর সর্বনিম্ন ৬.৫-এর প্রয়োজন হয়। বৃত্তি পাওয়ার জন্য ৭.৫ অথবা ৮ স্কোর থাকা গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপিতে (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) রেজিস্ট্রেশন করতে হবে। মূলত একাডেমিক ও জেনারেল ট্রেনিং (জিটি) এই ক্যাটাগরিতে পরীক্ষা দেওয়া যায়।

একাডেমিক কাজের জন্য একাডেমিক পরীক্ষা দিতে হবে। প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো কেমব্রিজ সিরিজের গাইড (৭-১৩)। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিনা মূল্যে প্রস্তুতি নেওয়া যায়। আইইএলটিএস পরীক্ষার সব তথ্য, প্রস্তুতি ও পরামর্শ ব্রিটিশ কাউন্সিলে পাওয়া যায়। আইইএলটিএস পরীক্ষার জন্য খরচ হবে প্রায় ২৩ হাজার টাকা। তবে ফি প্রায় সময় হালনাগাদ করা হয়।

0

45th BCS

45th BCS Preliminary Quiz

1 / 200

ROSE এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

2 / 200

She played on the flute. Passive form is –––

3 / 200

‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?

4 / 200

ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?

5 / 200

‘তোমার নাম কী?’– এখানে ‘কী’ কোন প্রকারের শব্দ?

6 / 200

মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রুপায়ন?

7 / 200

Identify the correct sentence:

8 / 200

The poem “To his Coy Mistress” Was written by:

9 / 200

মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

10 / 200

‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস’– এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?

11 / 200

কোনটি প্রাচীন সভ্যতা?

12 / 200

সুশাসনের মূলভিত্তি-

13 / 200

‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

14 / 200

বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?

15 / 200

2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?

16 / 200

‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয়:

17 / 200

‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?

18 / 200

শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

19 / 200

আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

20 / 200

‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠকালীন সাধারণ সম্পাদক -

21 / 200

টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় –

22 / 200

কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা?

23 / 200

RESENT, RESERVE- এই শব্দগুলো কী?

24 / 200

“Black Death” is the name of a ––

25 / 200

নিচের কোনটি যৌগিক শব্দ?

26 / 200

বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গত হয়?

27 / 200

28 / 200

‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও’। মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

29 / 200

পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?

30 / 200

ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে –

31 / 200

The synonyms of ‘altitude’ is–––

32 / 200

মূল্যবোধের উৎস কোনটি?

33 / 200

ইউরিয়া সারের কাঁচামাল কী?

34 / 200

প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?

35 / 200

উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-

36 / 200

কোনটি বিচার বিভাগের কাজ নয়?

37 / 200

‘Walk fast lest you should miss the train’. This is a––

38 / 200

চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

39 / 200

যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?

40 / 200

What may be considered courteous in one culter may be -- arrogant  inanother.  Here the underlined word ''arrogant'' means:

41 / 200

তিব্বত একটি-

42 / 200

রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?

43 / 200

দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?

44 / 200

Don Juan was composed by ----

45 / 200

বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?

46 / 200

She insisted on ––– leaving the house.

47 / 200

Millennium is a period of–––

48 / 200

উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?

49 / 200

জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

50 / 200

51 / 200

‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

52 / 200

Put the right word in the blank. “He reached the ––– of his literary carrer.”

53 / 200

Choose the correct sentence:

54 / 200

‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয় -

55 / 200

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?

56 / 200

Identify the passive form of the following sentence : Who has broken this jug?

57 / 200

প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?

58 / 200

বান্দা আচেহ কোথায় অবস্থিত?

59 / 200

এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?

60 / 200

বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?

61 / 200

সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?

62 / 200

3√3

63 / 200

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

64 / 200

‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী?

65 / 200

‘e- TIN’ চালু করা হয় কত সালে?

66 / 200

The character, Elizabeth Bennett, appears in the novel––

67 / 200

নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?

68 / 200

শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

69 / 200

কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?

70 / 200

GPU -এর পূর্ণরূপ কী?

71 / 200

বাংলাদেশ সদস্য নয় :

72 / 200

‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।’– বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

73 / 200

‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

74 / 200

‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?

75 / 200

নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র?

76 / 200

আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?

77 / 200

Which of the following novels was written by George Orwell?

78 / 200

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?

79 / 200

(x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু. এবং গ.সা.গু. এর গুণফল কত?

80 / 200

যদি x:y = 2:3 এবং y: z = 5 :7 হয়, তবে x:y:z= ?

81 / 200

আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

82 / 200

পৃথিবীর গভীরতম স্থান:

83 / 200

‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

84 / 200

ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?

85 / 200

সোডিয়াম ক্লোরাইড (NaCI) কেলাসের গঠন কীরূপ?

86 / 200

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?

87 / 200

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?

88 / 200

কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

89 / 200

A = {x ∈ N : x2 - 5x - 14 = 0} হলে, A = ?

90 / 200

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

91 / 200

সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?

92 / 200

ক্ষুদ্রতম মহাদেশ :

93 / 200

নিচের কোনটি চার্লসের সূত্র?

94 / 200

নিচের কোনটি Spyware এর উদাহরণ?

95 / 200

Clym Yeobringht is the protagonist of the novel––

96 / 200

HPLC এর পূর্ণরূপ কী?

97 / 200

“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?

98 / 200

নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?

99 / 200

চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার এর কাজ কোনটি?

100 / 200

Desdemona is a character in the following Shakespearean play:

101 / 200

কোন এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে?

102 / 200

কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?

103 / 200

(x+5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?

104 / 200

পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?

105 / 200

বাংলাদেশের সংবিধান অনুযায়ী “কোর্ট অব রেকর্ড” হিসাবে গণ্য-

106 / 200

কোন দেশে সমুদ্র বন্দর নাই?

107 / 200

Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.

108 / 200

No one can ––– that he is clever.

109 / 200

নিচের কোনটি ALU -এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?

110 / 200

নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?

111 / 200

কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?

112 / 200

যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?

113 / 200

ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?

114 / 200

বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

115 / 200

‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

116 / 200

Anger may be compared ––– fire.

117 / 200

Identify the imperative sentence:

118 / 200

নোবেল বিজয়ী নারী কয়জন?

119 / 200

একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

120 / 200

TIFA এর পূর্ণরূপ কী?

121 / 200

A number of singers in a church is called––

122 / 200

‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

123 / 200

অণুজীব বিজ্ঞানের জনক কে?

124 / 200

‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয়-

125 / 200

কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?

126 / 200

‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

127 / 200

কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?

128 / 200

কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে?

129 / 200

‘Ulysses is a poem written by––

130 / 200

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?

131 / 200

নিচের কোনটি সরলরেখার সমীকরণ?

132 / 200

I can't put up with him any more. Here ''put up with'' means:

133 / 200

Antonym for Adieu–––

134 / 200

বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

135 / 200

ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?

136 / 200

২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?

137 / 200

কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?

138 / 200

মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

139 / 200

নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট?

140 / 200

নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে?

141 / 200

Meteorology is related to––

142 / 200

মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা-

143 / 200

বাতাস একটি -

144 / 200

মীর মশাররফ হোসেনের কোন গ্রন্হের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ?

145 / 200

একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12cm">12cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

146 / 200

আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

147 / 200

সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে?

148 / 200

ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়-

149 / 200

‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত?

150 / 200

Who wrote the poem ‘Ozymandias’?

151 / 200

স্বরাস্ত অক্ষরকে কী বলে?

152 / 200

(2FA)16  এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:

153 / 200

নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

154 / 200

বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল-

155 / 200

গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?

156 / 200

নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? ১ ২ ৪ ৭ ১১ ?

157 / 200

ঐতিহাসিক ‘ছয়-দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন-

158 / 200

বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?

159 / 200

‘তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু’– এই কবিতাংশটির রচয়িতা কে?

160 / 200

কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

161 / 200

বাংলাদেশের কয়টি জেলার সাথে ‘সুন্দরবন’ সংযুক্ত আছে?

162 / 200

কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

163 / 200

ফেসবুকের সদর দফতর :

164 / 200

When one makes a promise, one must not go ––– on it.

165 / 200

প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?

166 / 200

He divided the money ––– the two children.

167 / 200

একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN -এর একাধিক ডিভাইসকে একটি WAN -এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?

168 / 200

Identify the correct spelt word.

169 / 200

This could have worked if I ____ been more far- sighted.

170 / 200

2x+7 = 4x+2 হলে x এর মান কত?

171 / 200

কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

172 / 200

যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?

173 / 200

174 / 200

DBMS -এর পূর্ণরূপ কী?

175 / 200

“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্হের রচয়িতা কে?

176 / 200

p+q = 5 এবং p-q = 3 হলে p2 + q 2 এর মান কত?

177 / 200

He does not adhere ––– any principle.

178 / 200

একটি ট্রেন ">১/১৫ সেকেন্ডে চলে ">২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ">৩ সেকেন্ডে কত ফুট চলবে?

179 / 200

‘Elephant Pass’ অবস্থিত?

180 / 200

‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে?

181 / 200

182 / 200

চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

183 / 200

সুশাসনের পূর্বশর্ত কী?

184 / 200

যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-

185 / 200

The phrase “Achilles’ heel” means––

186 / 200

বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?

187 / 200

‘জ্ঞান হয়ে পুণ্য’- এই উক্তিটি কার?

188 / 200

‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’– বাক্যটিতে কয়টি ভুল আছে?

189 / 200

Alfred Tennyson

190 / 200

সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

191 / 200

নিচের কোনটি প্রাইমারি দূষক?

192 / 200

‘Utilitarianism’ গ্রন্হের লেখক কে?

193 / 200

0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

194 / 200

The train is running ––– forty miles an hour.

195 / 200

IPv4 -এ নিচের কোনটি Google DNS Server এর IP Adders?

196 / 200

কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?

197 / 200

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?

198 / 200

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘মনিপুরী’ বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?

199 / 200

29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

200 / 200

মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-

Your score is

টোয়েফল:

আইইএলটিএসের মতো এটি ইংরেজি ভাষায় দক্ষতা পরিমাপের পরীক্ষা। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ অনেক দেশে টোয়েফল স্কোর গ্রহণ করা হয়। টোয়েফলের পুরো নাম টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এখানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং—চারটি দক্ষতার পরীক্ষা দিতে হয়। ১২০ নম্বরের পরীক্ষা দিতে হয়। সর্বনিম্ন ৮০ স্কোর থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। তবে হার্ভার্ড, অক্সফোর্ডের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হলে সর্বনিম্ন ১০৯ স্কোর থাকা গুরুত্বপূর্ণ। টোয়েফল পরীক্ষার জন্য ওয়েবসাইট -এ রেজিস্ট্রেশন করতে হয়। ইটিএসের আঞ্চলিক কেন্দ্রেও রেজিস্ট্রেশন করা যায়। এ ছাড়া বাংলাদেশে অবস্থিত আমেরিকান সেন্টারের স্টুডেন্ট অ্যাডভাইজার সেন্টারে গিয়ে টোয়েফলসহ উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন পরামর্শ নেওয়া যেতে পারে।

জিআরই:

গ্র্যাজুয়েট রেকর্ডস এক্সামিনেশনসের সংক্ষিপ্ত রূপ হলো জিআরই। যুক্তরাষ্ট্রের এডুকেশনাল টেস্টিং সার্ভিস (ইটিএস) এর তত্ত্বাবধায়ক। ইটিএস অনুমোদিত নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে কম্পিউটারের মাধ্যমে এ পরীক্ষা দিতে হয়। ছয়টি অংশে বিভক্ত এ পরীক্ষার সময় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। এ পরীক্ষার প্রধান তিনটি অংশ হলো—অ্যানালাইটিক্যাল রাইটং, ভারবাল রিজনিং ও কোয়ান্টিটেটিভ রিজনিং।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার জন্য জিআরই গুরুত্বপূর্ণ। এটির স্কোরের ওপর ভিত্তি করে বৃত্তি বা গবেষণার সুযোগ দেয়। এ পরীক্ষায় মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, প্রকৌশল ব্যবসায় শিক্ষা—সব অনুষদের শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। পরীক্ষার জন্য প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়।

জিম্যাট:

গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্টকে জিম্যাট বলা হয়। এ পরীক্ষার স্কোর শুধু ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয়। এটি চারটি অংশে বিভক্ত থাকে। তা হলো: অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট একটি প্রশ্ন, ভারবাল ৩৬টি, কোয়ান্টিটেটিভ রিজনিং ৩১টি এবং ইন্টিগ্রেটেড রিজনিং ১২টি প্রশ্ন। পরীক্ষার সময় ৩ ঘণ্টা ৩০ মিনিট। ৮০০ নম্বরের পরীক্ষায় ৭০০ নম্বর পেলে শিক্ষাবৃত্তি পাওয়া যায়। বিদেশে উচ্চশিক্ষা সহায়ক পরীক্ষা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top