পৃথিবী পরিচিতি ও এর আয়তন
পৃথিবীকে কখনো কখনো ‘বিশ্ব’ বা ‘নীল গ্রহ’ও বলা হয়। আজ থেকে
আনুমানিক ৪৫৪ কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং ১০০ কোটি
বছরের মধ্যেই পৃথিবীর বুকে প্রাণীর আবির্ভাব ঘটে। পৃথিবীই একমাত্র গ্রহ
যেখানে প্রাণীর অস্তিত্ব রয়েছে।
সৃষ্টির আদিতে পৃথিবী ছিল খুবই উত্তপ্ত একটি গোলক। এর প্রধান উপাদান
ছিল নাইট্রোজেন, জলীয় বাষ্প এবং কার্বন-ডাই-অক্সাইড। পরবর্তীকালে
পৃথিবীর প্রচন্ড তাপ মহাবিশ্বে বিকশিত হতে থাকে এবং গলিত ও ভারী
পদার্থ নিচে চলে যেতে থাকে। ওপরে ভাসমান জলীয় বাষ্পও শীতল হতে
থাকে এবং বৃষ্টি হয়ে নিচে নেমে আসে। অবিরাম বৃষ্টির ফলে এক সময়
পৃথিবী শীতল হয় এবং মাটি তৈরি হয়।
গুরুত্বপূর্ণ তথ্য:
➢ পৃথিবীর বয়স : ৪৫৪ কোটি বছর (৪.৫৪ বিলিয়ন বছর)।
➢ আয়তন : ৫১ কোটি ৭.২ হাজার বর্গ কি.মি।
➢ স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৯ লাখ ৪০ হাজার বর্গ কি.মি।
➢ জলভাগের আতয়ন : ৩৬ কোটি ১৩ লাখ ২০ হাজার বগর্ কি.মি।
➢ সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বগর্ কি.মি.।
➢ পানি : লবণাক্ত ৯৭% এবং স্বাদু পানি ৩%।
➢ স্থলসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কি.মি.।
পৃথিবীর আকার ও গতি
➢ নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘণ্টা ৫৬ মিনিট।
➢ সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮
মিনিট ৪৭ সেকেন্ড।
➢ আবর্তনের গতিবেগ : ৬৬, ৭০০ মাইল/ঘণ্টা বা ১,০৭,৩২০
কি.মি./ঘণ্টা।
➢ ভ‚-পৃষ্ঠের গঠন : অক্সিজেন ৪২.৭৫% সিলিকন ২৭.৭%,
অ্যালুমিনিয়াম ৮.১%, লৌহ ৫.১%, ক্যালসিয়াম ৩.৭%, সোডিয়াম
২.৮%, পটাসিয়াম ২.৫% এবং ম্যাগনেশিয়াম ২.২%।
➢ মেরুদেশীয় ব্যাস : ১২,৭১৪ কি.মি।
➢ নিরক্ষীয় ব্যাস : ১২,৭৫৭ কি.মি।
➢ গড় ব্যাস : ১২,৭৩৪.৫ কি.মি (গণনার সুবিধার জন্য ধরা হয়
১২,৮০০.০০ কিমি)।
➢ গড় পরিধি : ৪০,০০০ কি.মি।
➢ সমুদ্রের তলদেশের ভূমিরূপ : ৫টি (মহীসোপান, মহীঢাল, গভীর
সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরা এবং গভীর সমুদ্রখাত।)
সৌরজগৎ
সৌরজগৎ বলতে সূর্য এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল জ্যোতি
বৈজ্ঞানিক বস্তুকে বোঝায়। এর মধ্যে রয়েছে ৮টি গ্রহ, এদের ১৭৩টি জানা
উপগ্রহ, ৫টি বামন গ্রহ ও এদের ৪টি জানা উপগ্রহ, গ্রহাণু, উল্কা, ধূমকেতু
এবং আন্তঃগ্রহীয় ধুলিমেঘ। সৌরজগতে অবস্থিত গ্রহ ও বামন গ্রহসহ
অন্যান্য সকল বস্তুই (উপগ্রহ ছাড়া) সূর্যকে প্রদক্ষিণ করে এবং এগুলো
মহাকর্ষ শক্তি দ্বারা আকৃষ্ট হয়। মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ
নিতান্তই ক্ষুদ্র। মানুষ এতদিন ধরে জেনে এসেছিল সৌরজগৎ গোলাকার।
কিন্তু মহাশূন্যে অবস্থানরত নাসার নভোযান ‘ভয়েজার-২’ সম্প্রতি সৌরজগৎ
সম্পর্কে যে তথ্য-উপাত্ত পাঠিয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে,
সৌরজগৎ আসলে গোলাকার নয় ডিম্বাকৃতির।
১. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
ক. রাশিয়া খ. কানাডা
গ. অস্ট্রেলিয়া ঘ. মার্কিন
২. সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ
কোনটি?
ক. চীন খ. কানাডা
গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র
৩. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
ক. ফিজি খ. কুয়েত
গ. মালদ্বীপ ঘ. ভ্যাটিকান
৪. আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
ক. নেপাল খ. ভুটান
গ. মালদ্বীপ ঘ. থাইল্যান্ড
৫. পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম
ক. সান্টিয়াগো খ. লাপাজ
গ. আসুনসিওন ঘ. বোগোটা
